বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে কৃষকদের মাঝে আত্মবিশ্বাস ও আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে রংপুর বিভাগের নির্বাচিত ৫২ জন কৃষকদের মাঝে ৬৫.০৫ লক্ষ টাকার স্বল্প সুদে প্রকাশ্য চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগ মিঠাপুকুরের ৪নং ভাংনী ইউনিয়ন পরিষদ মাঠে উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম।
শাহজালাল ইসলামী ব্যাংকের এসএমই বিভাগের প্রধান আব্দুর রহিমের সভাপতিত্বে ও এসএভিপি রফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক ওবায়েদ উল্লাহ চৌধুরী, অতিরিক্ত পরিচালক মিরাতুর রহমান, সেবা এগ্রোটেক এবং সীড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী বোরহান আমীন, ফিল্ড ডিরেক্টর নুরুন্নবী নয়ন, ৪ নং ভাংনী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।এসময় শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি’র রংপুর বিভাগের প্রতিটি জেলার ইনচার্জসহ কর্মকর্তা কর্মচারী ও কৃষকগণসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।